1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
কুয়েটে তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন - দৈনিক মানবাধিকার সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৪৩|

কুয়েটে তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২,
  • 459 Time View

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৬ষ্ঠ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২২)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন হয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কনফারেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন (অনলাইনে যুক্ত থেকে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন (অনলাইনে যুক্ত থেকে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ।

কনফারেন্সে স্বাগত বক্তৃতা করেন কনফারেন্স চেয়ার প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং উপস্থিত ছিলেন কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারী প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন।
সম্মেলনে অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। এজন্য সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিতে ‘আইসিসিইএসডি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরো বলেন, কনফারেন্সের মাধ্যমে উঠে আসা প্রযুক্তি ও বিষয়সমূহ কাজে লাগানো গেলে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব উপকৃত হবে, তাই এ ধরনের কনফারেন্সের অপরিসীম গুরুত্ব রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কী-নোট সেশনে স্পীকার ছিলেন (অনলাইনে যুক্ত থেকে) গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রোজেক্ট (বিআরটি লাইন-৩) এর প্রোজেক্ট ম্যানেজমেন্ট এ্যাডভাইজার/টিম লিডার ড. মোঃ মাহাবুবুল বারী এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনী এর ট্রান্সপোর্ট রিসার্চ সেন্টার স্কুল অব সিভিল এন্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর প্রখ্যাত প্রফেসর বুদ্ধিমা ইনদ্রারাতনা।
সম্মেলনে মোট ০৫ টি কী-নোট সেশন এবং ৩২ টি টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের গবেষকদের মোট ২৫১ টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে এবং সেরা ১০ টি পেপারকে পুরস্কৃত করা হবে। সম্মেলনে প্রায় ৩০০ প্রতিথযশা গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, এর আগে কুয়েটে ২০১২ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়, ২০১৬ সালে তৃতীয়, ২০১৮ সালে চতুর্থ এবং ২০২০ সালে পঞ্চম ‘আইসিসিইএসডি’ অনুষ্ঠিত হয়। কনফারেন্সটির সহযোগিতায় রয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, এ্যাডভান্সড টেকনোলজি কনস্ট্রাকশন লিঃ, ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ, শামসুন ইন্টারন্যাশনাল, কেএসআরএম লিঃ, পোলস এন্ড কনক্রিট লিঃ, সেভেন রিংস সিমেন্ট এবং সিভিল সিআরটিএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page