1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
খুলনার রূপসায় প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব,শিক্ষক গ্রেফতার! - দৈনিক মানবাধিকার সংবাদ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৫|

খুলনার রূপসায় প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব,শিক্ষক গ্রেফতার!

খুলনা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, আগস্ট ১০, ২০২২,
  • 435 Time View

খুলনার রুপসা উপজেলায় ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাব এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্রীদের সাথে বিভিন্ন সময় অসৌজন্য মূলক আচরণ করেন।সর্বশেষ তিনি ঋতু বৈরাগী এবং সমাপ্তি বৈরাগী নামে ২ স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেন।এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ই আগস্ট ২০২২ এর বুধবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত উক্ত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

আজ বেলা ১২টার দিকে রূপসা থানা পুলিশের একটি বিশেষ দল উক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

নবম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী শীল , সুজয় বৈরাগী , রুপম মহন্ত অভিযোগ করে বলে উক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রীদের সাথে প্রাইভেট পড়ানো কালীন সময়ে অসৌজন্য মূলক আচরণ করতেন।সর্বশেষ তিনি সমাপ্তি বৈরাগী নামে দশম নবম শ্রেণীর এক ছাত্রীকে বডি রিলেশন এর প্রস্তাব দে।এর প্রেক্ষিতে আজ সকল ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানববন্ধন এবং সমাবেশ করে ।পরবর্তীতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বিদ্যালয়ের চেয়ার , টেবিল ,ব্যবহারিক জিনিসপত্র ভাঙচুর করে।এ সময় প্রধান শিক্ষককে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধর করার চেষ্টা করে ।অবশেষে প্রধান শিক্ষককে থানা পুলিশ আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিস্বর বিশ্বাস জানান ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিলো।এর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নাজেহাল করছে।তবে এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম তিনি বলেন প্রধান শিক্ষককে আমরা আইনের আওতায় এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে স্কুলের সামনে শত শত অভিভাবকরা এসে ভিড় করে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরে।বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেনে।

ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা , উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম,রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ,৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বিদ্যালয় পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page