1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
খুলনায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার - দৈনিক মানবাধিকার সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৩৭|

খুলনায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মোঃ আক্তারুজ্জামান লিটন// খুলনা ব্যুরো।।
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২,
  • 734 Time View

খুলনার থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) খুলনার লবনচরা থানার পিঁপড়ামারি রোড এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তিন সদস্য হচ্ছে, প্রতারক চক্রের মূলহোতা কয়রার বেতকাশি এলাকার এসএম শহিদুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম হৃদয়(৩২) তার সহযোগী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়া গ্রামের মৃত মোঃ শাহবুদ্দিন সরকারের ছেলে মোঃ মামুন মাহমুদ(৪২) ও তার স্ত্রী সুলতানা আক্তার (৩৭)৷
র‌্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কখনো ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, কখনো কাষ্টমসের উর্ধ্বতন কর্মকর্তা, কখনো উর্দ্ধতন সরকারী কর্মকর্তা, অথবা কখনো সেনা বাহিনীর কর্মকর্তার পরিচয়ে চাকুরির প্রলোভন দেখিয়ে অথবা বড় অংকের ব্যাংক ঋণের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ করে দক্ষিণাঞ্চলে শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এই প্রতারক চক্রের অভিনব কর্ম কৌশলের মাধ্যমে তাদের নারী সহকর্মীদের কাজে লাগিয়ে এবং দামি গাড়ি ভাড়া করে দেশের বিভিন্ন প্রান্তে সাইট ভিজিটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কোটি টাকার ব্যাংক লোন করিয়ে দেওয়ার দরবার করে থাকেন এবং সুকৌশলে প্রতারণার ফাঁদ এঁটে থাকেন।
এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬ (সদর কোম্পানি) দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী সহ ফরিদপুর, ঢাকা, চাঁদপুর, গাজিপুর, বগুড়া, নরসিংদী ও অন্যান্য অঞ্চলের প্রায় ২১ জন ভুক্তভোগীর আহাজারিকে আমলে নিয়ে অভিযান শুরু করে। এসময় র‌্যাব জানতে পারে এই প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে এই ভুক্তভোগীদের নিকট হতে আনুমানিক ৭২ লক্ষ ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে৷
ভুক্তভোগীদের সাথে কথোপকথনে র‌্যাব আরও জানতে পারে, এই চক্রের সদস্যরা তাদের বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, কাষ্টমস কর্মকর্তা সহ উর্ধ্বতন সরকারী ক্যাডারের পরিচয় দেয় এবং চক্রের সদস্যদের সহায়তায় ব্যাংক এবং সরকারী অফিসে বসেই ৫০ লক্ষ থেকে ২ শত কোটি টাকা অংকের লোন করিয়ে দেওয়া সহ চাকুরি প্রদানের কথা বলে বিশ্বাস অর্জন করে এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়৷ র‌্যাব-৬, খুলনা (সদর কোম্পানি) এই সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে ছায়া তদন্ত ও অভিযান অব্যহত রাখে৷
প্রতারক চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার( ০৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৬ এর আভিযানিক দল খুলনার লবনচরা থানাধীন পিঁপড়ামারি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মোঃ রবিউল ইসলাম হৃদয়(৩২) তার সহযোগী মোঃ মামুন মাহমুদ(৪২) এবং সুলতানা আক্তার (৩৭)কে গ্রেপ্তার করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের মূল হোতা মোঃ রবিউল ইসলাম হৃদয় প্রতারণার অভিনব কর্মকৌশল ও ফাঁদের কথা র‌্যাবের কাছে স্বীকার করে ৷
আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার হরিণটানা থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে র‌্যাব-৬ এর সহযোগীতায় মামলা দায়ের করে এবং মামলা মূলে গ্রেপ্তারকৃতদের উক্ত থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

One thought on "খুলনায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page