1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের থানায় অভিযোগ :: - দৈনিক মানবাধিকার সংবাদ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:০০|

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের থানায় অভিযোগ ::

মানবাধিকার ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৯, ২০২২,
  • 754 Time View

তালায় মহান্দী যৌতুক লোভী স্বামী মোঃ ইবাদুল শেখ (৩০)পিতা- মোঃ উজির শেখ,তালা থানায় স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে।

অভিযোগ সূত্রে যানা যায়,প্রায় ৮ বছর পূর্বে তালা উপজেলার শিরাশুনী আব্দুল হাকিম শেখের মেয়ে মোছাঃ শাহানাজ বেগমের সাথে একই উপজেলার মহান্দী গ্রামের উজির শেখের ছেলে মোঃ ইবাদুল শেখের বিবাহ হয়। অভিযোগের বাদি স্ত্রী শাহনাজ বেগম জানান, বিবাহের পর হতে আমার স্বামী ইবাদুল শেখ নগদ টাকা দাবিতে আমাকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করে।

মোছাঃশাহনাজ বেগম দৈনিক মানবাধিকার সংবাদকে জানান আমার স্বামী একসঙ্গে ঘর সংসার করা কালিন আমার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।এমতাবস্থায় আমার স্বামী আমার কাছে নগদ টাকা দাবী করে কারণে অকারণে আমাকে মারধর করে ও যালাযন্ত্রাদেয় এমতাবস্থায় আমার স্বামী আমার বাবার বাসা থেকে নগদ টাকা নিয়ে আসার দাবী করে,আমি দাবীকৃত টাকা আামর পিতার বাড়ী থেকে আনিয়া দিতে রাজী না হইলে আমার স্বামী ১১/০৫/২০২২ তারিখ বেলা অনুমান ১১ ঘটিকার সময় আমার শশুর আর শাশুড়ীর কুপরামর্শে আমার স্বামী আমাকে মারধর করিয়া একবস্ত্রে তাদের বাড়ী হইতে বাহির করিয়া দেয়। পরে আমি কোন উপায় অন্তর না পাইয়া আমার শিশু কন্যাকে নিয়ে আমার পিতার বাড়ীতে আশ্রায় নিয়েছি কিন্তু আমার স্বামী, শশুর, শাশুড়ী আমাকে ও আমার কন্যাকে কোন দেখাশুনা করে না বা খাওয়া পরা দেয় না, আমি মোবাইল মারফত বাড়িতে আসার কথা বললে আমার স্বামী আমাকে নানা ভয়ভীতি দেখায় ও জীবন নাশের হুমকি প্রদর্শন করে

এ বিষয়ে আমি তালা থানায় আমার স্বামী মোঃ ইবাদুল শেখ (৩০)এর নামে লিখিত অভিযোগ দায়ের করি।

অসহায় মোছাঃ শাহানাজ বেগম বললেন এ বিষয়ে প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সহায়তা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page