1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
বগুড়া গাবতলিতে নৌকার দুইজন প্রার্থীসহ ৩৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত হারিয়েছেন। - দৈনিক মানবাধিকার সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৪৫|

বগুড়া গাবতলিতে নৌকার দুইজন প্রার্থীসহ ৩৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত হারিয়েছেন।

সাগর বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২,
  • 738 Time View

বগুড়া গাবতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নে ৫৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকার দুইজন প্রার্থীসহ ৩৩জন প্রার্থী জামানত হারিয়েছেন।

গত ৫ই জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার গাবতলী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের ৪জন, আ.লীগের বিদ্রোহী ২জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩জন নির্বাচিত হয়েছেন। তবে পরাজিত প্রার্থীদের মধ্যে ৩৩জন চেয়ারম্যান প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত ৫হাজার টাকা হারিয়েছেন।

জামানত হারানো নৌকার দুই প্রার্থী হলেন, কাইগল ইউনিয়নে দিল আফরুজা খাতুন লাবনী (নৌকা মার্কা) ৪১৯ভোট এবং মহিষাবান ইউনিয়নে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাকিউল হাসান শাপলা (নৌকা মার্কা)১৫৪১ ভোট। বাজেয়াপ্ত হওয়া অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, গাবতলী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম (মোটর সাইকেল) ১২২ভোট ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম খান পেয়েছেন ৩০ ভোট, দূর্গাহাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান (আনারস) ৫৩৭ ভোট, নজরুল ইসলাম (চশমা) ৬৬ভোট, মাহমুদুল হাসান (ঘোড়া) ৫৮৮ ভোট, বালিয়াদিঘী ইউনিয়নে স্বতন্ত্র জাহিদ হাসান (মোটর সাইকেল) ৩৬ ভোট, আব্দুল মতিন (অটোরিক্সা) ৮ ভোট, খাদেমুল ইসলাম সবুজ (টেলিফোন)১৫ ভোট, শফিকুল ইসলাম ভূধন (টেবিল ফ্যান) ৯ ভোট, শাহীন ফেরদৌস (রজনী গন্ধা) ১৯ ভোট, হাবিবুর রহমান (আনারস) ৮ ভোট, নাড়–য়ামালা ইউনিয়নে স্বতন্ত্র মোস্তাফিজার রহমান রঞ্জু (আনারস) ১৩৩৪ ভোট, আমিনুর ইসলাম (অটোরিক্সা) ৪৯৫ ভোট, রামেশ্বরপুর ইউনিয়নে স্বতন্ত্র রফিকুল ইসলাম (অটোরিক্সা) ১৫২ ভোট, সামছুজ্জোহা তালুকদার শামীম (আনারস) ৮০৭ ভোট, মহিষাবান ইউনিয়নে স্বতন্ত্র আরিফুল ইসলাম (ঢোল) ৯ ভোট, আশিকুল ইসলাম (টেবিল ফ্যান) ২৪ ভোট, ইউনুছ আলী (চশমা) ৬৬৫ ভোট, নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) ২২ভোট, মতিজার আলী মতিউর (অটোরিক্সা)২০০ভোট, শফিউল আলম (রজনীগন্ধা) ৩৭ভোট, নশিপুর ইউনিয়নে স্বতন্ত্র মর্জিনা খাতুন (টেবিল ফ্যান) ৩০ভোট, আব্বাস আলী প্রাং (মোটর সাইকেল) ৪৭ভোট, ছাইদুল ইসলাম (অটোরিক্সা) ২০৪ভোট, এ্যাড. ছানাউল্লাহ (ঘোড়া) ৩৮১ভোট, জিয়াউর রহমান (আনারস) ১৩৬০ভোট, কাগইল ইউনিয়নে স্বতন্ত্র আব্দুর রহমান মন্ডল (মোটর সাইকেল) ১২৬৩ভোট, মোর্শেদ আল আমিন লেমন (ঘোড়া) ১৬৬৫ভোট, দক্ষিণপাড়া ইউনিয়নে স্বতন্ত্র আবু তালেব জাকের পাটি (গোলাপ ফুল) ৮১ভোট, গোলাম মোস্তফা (মোটর সাইকেল) ৪৭ভোট, মিজানুর রহমান সরকার (আনারস) ৩০ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page