1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
সরকার ২৬ ফেব্রুয়ারি দেশের এক কোটি জনগোষ্ঠিকে ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা -সিটি মেয়র - দৈনিক মানবাধিকার সংবাদ
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫৬|

সরকার ২৬ ফেব্রুয়ারি দেশের এক কোটি জনগোষ্ঠিকে ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা -সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২,
  • 585 Time View

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণে সরকার ২৬ ফেব্রুয়ারি দেশের এক কোটি জনগোষ্ঠিকে ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে। করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। এই টিকা প্রদান কার্যক্রমে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগর ভবন সম্মেলনকক্ষে ২৬ ফেব্রুয়ারি গণটিকা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে এক লাখ ৩৯ হাজার পাঁচশত জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির ৩১টি ওয়ার্ডের দুইশত ৮৯ টি কেন্দ্রে পাঁচজন কর্মীর নয়টি করে দল কাজ করবে। এপর্যন্ত কেসিসি এলাকায় পাঁচ লাখ ৫৩ হাজার আটশত ১৮ জন প্রথম ডোজ, চার লাখ ৪০ হাজার ছয়শত ৬৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫২ হাজার নয়শত ৯৪ জন বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে টিকা গ্রহণ করেনি এরকম জনগোষ্ঠীর অন্তত এক কোটি মানুষকে বাছাই করে টিকার আওতায় আনা হবে। এর সাথে বিশেষ জনগোষ্ঠী, কারখানার শ্রমিক, মার্কেট, হোটেল-রেস্টুরেন্টের কর্মচারী, নৌকা-জাহাজে বসবাসকারী ভাসমান জনগোষ্ঠী, বেদে বহর, ইটভাটা শ্রমিক ও অন্যান্য ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়া পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে কোন ধরণের রেজিস্ট্রেশন করতে হবে না। ঐ দিন দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ বন্ধ থাকবে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, প্যানেল মেয়র এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
পরে মেয়র নগর ভবন চত্বরে একশত ২০জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ফ্যামিলি কিট বিতরণ করেন। এসময় কেসিসির সচিব ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page