1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
পুলিশের সহায়তায় ৩২১টি মোবাইল ও আড়াই লক্ষাধিক টাকা ফিরে পেলো প্রকৃত মালিকরা - দৈনিক মানবাধিকার সংবাদ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৪|

পুলিশের সহায়তায় ৩২১টি মোবাইল ও আড়াই লক্ষাধিক টাকা ফিরে পেলো প্রকৃত মালিকরা

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২,
  • 240 Time View

বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন ও ভুল করে বিকাশে যাওয়া নগত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে সাতক্ষীরা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর সেল।

বুধবার (২৬অক্টবর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেটে উদ্ধারকৃত ৩২১টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টের ম্যাধমে খুয়া যাওয়া ২লক্ষ ৫৩ হাজার ৩৭৩টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করাহয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলার পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) এস এম জাহিদ-বিন-আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (অসি) স. ম কাইয়ূম প্রমুখ।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরও দামী মোবাইল কিনে অসাবধানতার কারণে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। আমরা উদ্যোগ নিয়ে চেষ্টা করেছি সেগুলা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page