1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
ভোলার চরে ভেসে এলো ভুতুড়ে জাহাজ, উৎকণ্ঠায় এলাকাবাসী - দৈনিক মানবাধিকার সংবাদ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৬|

ভোলার চরে ভেসে এলো ভুতুড়ে জাহাজ, উৎকণ্ঠায় এলাকাবাসী

নিউজ ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, জুলাই ১৫, ২০২২,
  • 532 Time View

ভুতুড়ে জাহাজ নিয়ে বই-সিনেমা কম হয়নি। ২০২০ সালে বলিউড তারকা ভিকি কৌশল একটি সিনেমায় অভিনয় করেছেন; সেটির গল্পও ছিল ভেসে আসা একটি ভুতুড়ে জাহাজের নিয়ে। এর পর হলিউডেও এমন কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে। আর এর মধ্যেই খোঁজ পাওয়া গেল সত্যিকারের ‘ভুতুড়ে’ জাহাজের! আর সেটা বাংলাদেশেই!
সম্প্রতি বঙ্গোপসাগর মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে একটি বিদেশি বিশাল জাহাজ ভেসে এসেছে। যদিও জাহাজটি ছিল একেবারেই জনমানবহীন।

ভোলার ঢালচরের সাগর মোহনায় জনমানবহীন একটি বিদেশি জাহাজ (বড় পন্টুনের মতো) ভেসে এসেছে। বিদেশি ওই নৌযানটি গায়ে ‘আলকুবতান’ লেখা রয়েছে। জাহাজের উপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে।

এদিকে জনমানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি।

চরফ্যাসনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুপুর ২টায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি উপজেলা প্রশাসন, থানা ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ভেসে আসা নৌযানটি মধ্যপ্রাচ্যের হতে পারে। গায়ে ‘অলকুবতান’ লেখা রয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে বিষয় দেখার জন্য বলা হয়েছে।

চর নিজামের সামছুদ্দিন নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছু মালামালসহ পন্টুনের মতো একটি যান আটকে আছে। চরের মানুষ ঘুরে ঘুরে তা দেখছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page